প্রকাশিত: Fri, Dec 9, 2022 5:32 PM
আপডেট: Tue, Apr 29, 2025 2:40 AM

বাবার ভুল থেকে শিক্ষা নিন প্রধানমন্ত্রীকে জাফরুল্লাহ

শাহীন খন্দকার: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আপনার পিতার ভুল থেকে শিক্ষা নিন। আপনি চায়ের ডাক দিয়ে গুলি করছেন, জেলে পুড়ছেন। শুক্রবার রাজধানীর তোপখানা রোডে গণতন্ত্র মঞ্চের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ বলেন, সরকার আইনশৃঙ্খলা বাহিনীর ৩৩ হাজার সদস্য ঢাকায় এনেছে। সংলাপে না গিয়ে পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী ভুল করছেন। সংঘাত থেকে সরে না আসলে তার বিপদ আসবে। 

এ সময় গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, প্রধানমন্ত্রী স্বয়ং হুমকি দিচ্ছেন তার হুমকির পর ছাত্রলীগ যুবলীগ তান্ডব চালাবে।দেশকে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, প্রধানমন্ত্রী স্বয়ং হুমকি দিচ্ছেন। তার হুমকির পর ছাত্রলীগ-যুবলীগ মিলে তাণ্ডব চালাবে। সংবাদ সম্মেলনে আ স ম রব, মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকি প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা: খালিদ আহমেদ